কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন,কয়রা উপজেলা প্রেসক্লাব, আইনজীবি সমিতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনতায়নে  এ উপলক্ষে এক অলোচনা সভা উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাহিন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, প্রধান শিক্ষক খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অপর দিকে কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে মহান ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ