জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি ও সেক্রেটারি কোভিড-১৯ টিকা নিলেন

ডা.এম.এ.মান্নান, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মো.সিরাজ আল মাসুদ ও সাধারন সম্পাদক মো.আজিজুল হক বাবু নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান সেন্টারে গিয়ে কোভিড-১৯ টিকা গ্রহন করলেন।  

আজ সোমবার,১৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রি. দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ সিরাজ আল মাসুদ ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন।এ খবর নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সভাপতি মোঃ সিরাজ আল মাসুদ বলেন, আমি টিকা গ্রহণ করেছি, আপনারাও করুন । টিকা গ্রহন নিয়ে বিব্রত বা ভয়ের কিছু নেই। যারা বিভ্রান্তি ছড়ায় তারা আপনার মঙ্গল কামনা করে না।

সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বলেন, টিকা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অন্যদেরও তিনি টিকা নিতে উৎসাহিত করছেন। পর্যায়ক্রমে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সকল সদস্য টিকা গ্রহণ করবেন আশা করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ