প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

রশিদুল ইসলাম রিপন, লালমনিহাট জেলা প্রতিনিধিঃমহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
লালমনিরহাট সাপটানা বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

পরে পর্যায়ক্রমে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমানসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ, আওয়মীলীগের অঙ্গসংগঠন, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শেষে জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম শহীদদের মাগফেরাত ও বাংলাদেশের সকল নাগরিকের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন ।  এছাড়া  সকালে লালমনিরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ