নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় রাত ১২টা ১ মিনিটে নন্দীগ্রাম পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর একে একে থানা পুলিশ, আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, হাইওয়ে পুলিশ, বিএনপি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ১ মিনিট নীরবতা পালন সহ ভাষা সৈনিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল ইসলাম, পৌর মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, সাংবাদিক, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের জনগণ। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।