আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোরদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
২১ ফেব্রুয়ারি,রবিবার সকালে চৌহালী সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৭৯ জন বাঙালি শিশু-কিশোর অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রাণ অফিসার মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ , মৎস অফিসার মনোয়ার হোসেন ও তথ্য আপা প্রকল্পের তামান্না হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাঙালি শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত । এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ভাষা শহীদদের ছবি এঁকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয় কোমলমতি শিশুরা

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ