আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার: যশোরের খাজুরায় গাঁজাসহ জসিম উদ্দিন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে যাদবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিন যাদবপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।সোমবার (২২ ফেব্রুয়ারি) র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব কাম্পের একটি অভিযানিক দল যাদবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৪০০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।