নওগাঁর আত্রাইয়ে আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ হোসাইন ,রাজশাহী ব্যুরো:
নওগাঁর আত্রাইয়ে আ'লীগের আয়োজনে আগামী ২৮ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে বর্ধিত সভা হয়েছে। শনিবার সকালে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল। সভায় নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আ'লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আত্রাই উপজেলা আ'লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিকসহ আ'লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৮ ফেব্রুয়ারী আ'লীগের কাউন্সিল শান্তিপূর্ণ পরিবেশে সফল করার সিদ্ধান্ত হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ