ইউএনও অনিমেষ বিশ্বাস বিশেষ সম্মাননায় ভূষিত

ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
রাজস্ব প্রশাসনে সুশাসন নিশ্চিতকল্পে টেকসই ভূমি ব্যবস্থাপনা ও জনবান্ধন ডিজিটাল  ভূমি সেবা উদ্যোগের আওতায় 
" ডিজিটাল ভূমি-তথ্য ব্যাংক" সফলভাবে বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) জনাব অনুমেষ বিশ্বাস বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গতকাল খুলনা জেলা প্রশাসন অডিটোরিয়ামে মাননীয় জেলা প্রশাসক, খুলনা জনাব মোহাম্মদ   হেলাল হোসেন   এই সম্মাননা স্মারক প্রদান করেন। খুলনা জেলা প্রশাসনের অভিনব উদ্ভাবনী উদ্যোগ  " ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক " বাংলাদেশে এই প্রথম। যার মাধ্যমে  খুলনা জেলার যত খাস জমি রয়েছে তাঁর তথ্য সংরক্ষণ করা যাবে। ভূমি  সংক্রান্ত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ জনগণের ভূমি সেবা সহজে পেতে এক কার্যকরী ভূমিকা পালন করবে, ভোগান্তি লাঘব হবে ও দুর্নীতিমুক্ত রাজস্ব প্রশাসন তৈরিতে সহায়তা করবে। ইতোমধ্যে টেকসই এই উদ্যোগটি বাংলাদেশে এই প্রথম উল্লেখ করে ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী বলেছেন,  "এই উদ্ভাবনী  উদ্যোগ অনুকরণযোগ্য, যার মাধ্যমে ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। খুলনা জেলা প্রশাসনের "ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক" উদ্যোগে অসামান্য অবদান রাখায়  কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  কয়রাবাসী তাঁর এই অর্জনে সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ