রাজাপুরে ইউপি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জলিল উদ্দিন হাওলাদার

মোঃ ইসমাইল হোসেন, রাজাপুর উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ঝালকাঠির রাজাপুরের সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন হাওলাদার।আজ ১৫ই মার্চ সোমবার সকালে রাজাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মেম্বর পদপ্রার্থী হিসেবে তিনি নিজেই ফরম সংগ্রহ করেছেন। মুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন হাওলাদার বলেন, রাজাপুর উপজেলার ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ৮নং (বারবাকপুর-রোলা) মেম্বর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি আরো বলেন, আমি এলাকার মানুষের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করব।আমি এখনও আমার এলাকার সবার সুখে দুঃখে পাশে থাকতে চাই।আরো ভালো করে যেন এলাকার মানুষের সেবা করতে পারেন তাই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ