মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃনড়াইলের লোহাগড়ায় বিভিন্ন সড়কে কলাই মুসড়ি সহ বিভিন্ন ফসল শুকানোর জন্য রাস্তা ব্যবহার করায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
২১ মার্চ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোসলিনা পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় রাস্তার উপর ফসল শুকানোর কারনে প্রতিদিন সড়ক দুঘটনা ঘটছে । একারনেই এলাকায় পুর্ব থেকে সাধারন মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হলেও তারা কেউ কর্নপাত করেনি।
একারনেই জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় লোহাগড়া উপজেলার বড়দিয়া রোড লাহুডিয়া রোড ও মাগুরা সড়কে ৫ জন গৃহিনীকে অর্থ দন্ড করা হয়।
