বড়লেখায় শাল্লার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌর শহরে সোমবার দুপুর ০২ ঘটিকার সময় সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সুভাস চন্দ্র দাসের সভাপতিত্বে ও দিপক দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সনাতনী তরুণ সংঘের আহবায়ক বিশ্বজিৎ, বড়লেখা পুজা পরিষদের সভাপতি ডাঃ মুক্তালাল বিশ্বাস, উজ্জল ঘোষ, পুজা পরিষদের সহসভাপতি ডাঃ স্বপন দাস, সুজানগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপুল কান্তি দাস মিলন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বড়লেখা জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের এপিপিএডভোকেট গোপাল দও, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিবেকানন্দ দাস নান্টু। 

উক্ত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ