বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃবগুড়ায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে গাজাঁসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার তিনজন হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আলমগীর হোসেন (২৬), নাগেশ্বরী উপজেলার শাহ আলী (৩৩) ও শুকুর আলী (৩৭)। এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি  আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, গ্রেফতার তিনজনই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে  আলমগীর হোসেনের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি থানায় ৬০ কেজি গাঁজার একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ