স্বাধীনতা আমার অহংকার সরোয়ার জাহান

বাংলা আমার বাংলা তোমার
বাংলা সবার সেরা
কোন দিন কেউ নিতে পারবেনা
আর কোন শাসকেরা,,

একাত্তরের ফল এনেছি
এনেছি স্বাধীনতা
বাংলার মানুষ কোন দিন ও গো
মানেনি অধীনতা,,

স্বাধীনতা তুমি আমার প্রাণ
স্বাধীনতা সোনার দেশ
রুপ লাবন্যে সমারহ তাই
রুপের নেইতো শেষ,,

স্বাধীনতা তুমি রবি ঠাকুরের
 ঝাকড়া দুলানো চুল
স্বাধীনতা তুমি আমাদের অহংকার
কবিতা  টা নির্ভুল,,

স্বাধীনতা তুমি কাজী নজরুলের
বিদ্রোহী কবিতা
স্বাধীনতা তুমি হৃদয় নিগড়ানো
মাতৃ ভালবাসা,,,

স্বাধীনতা তুমি শুকান্ত ভট্রার অমর ভালবাসা
চির দিন রবে তুমি
স্বাধীনতা তুমি বিদ্রোহী কৃষক
তুমি ই বৌদ্ধ ভূমি,,,

স্বাধীনতা তুমি গ্রাম বাংলার
পাগল করা রুপ
স্বাধীনতা তুমি সন্ধা কালের
ঠাকুর বাড়ীর ধুপ,,,

স্বাধীনতা তুমি কবি জসীমের
গাও গ্রামের ছবি
স্বাধীনতা তুমি আমার কবিতা
তবে নই আমি কবি,, 

স্বাধীনতা তুমি জীবনের দামে
ক্রয় করা পন্য
স্বাধীনতা তুমি অহংকারে ভরা
আমরা অনেক ধন্য,,

স্বাধীনতা তুমি সাত ই মার্চের
রেসকোর্সের বক্ত
স্বাধীনতা তুমি হাজার ভায়ের
বুকের তাজা রক্ত,,,

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর
শিক্ত করা ভাষন
স্বাধীনতা তুমি আমাদের ধন
কেউ করবে না আর শাষন,,

স্বাধীনতা তুমি ছকিনা বুড়ীর
পালানোর দিন শেষ
স্বাধীনতা তুমি অমর কবিতা
সোনার বাংলাদেশ,,,,,,,,,।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ