কুমিল্লা-সিলেট মহাসড়কের (চরবাকর) এলাকায় বাস দূর্ঘটনা

আলমগীর হোসাইন, বাংগরা বাজারঃ কুমিল্লা সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলা বারেরায় ভোরে (১১ মার্চ) চট্টগ্রাম থেকে ছেড়ে  আসা একটি তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় বাসের সামনের অংশ  ধুমরে মুচরে যায়। এতে চালকসহ অন্তত ১৫/১৬ জন যাত্রী গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত এলাকার জন সাধারণ গাড়ি চালকদের নির্ঘুম অবস্থায় গাড়ি চালানোকে দায়ী করে অসচেতন হয়ে রাস্তায় না নামার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দূর্ঘটনায় যাতে না পরতে হয় সে ব্যপারে হুশিয়ার থাকতে বলেছেন। এছাড়া গাড়ির মালিকদের প্রতিও সুপরামর্শ রেখেছেন।

এ ঘটনায় এখনও কেউ মারা যাননি। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো.  মাইনুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ