আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টারঃ মোটরসাইকেল শোডাউন ও পথসভার মধ্য দিয়ে শুরু হলো যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহর আলীর নির্বাচনী প্রচারণা।
সোমবার বিকেলে ইউনিয়নের রোহিতা শেখ পাড়া মোড় থেকে আওয়ামী লীগেরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেল শোডাউন দেন। শোডাউন এর মাঝে পথ সভায় বক্তব্য প্রদান করেন, ইউনিয়নের কুদলা পাড়া মোড়, গাঙ্গুলিয়া মোড়, মুড়াগাছা বাজার, শরনপুর জামতলা বাজার. বাসুদেবপর বাজার, ভান্ডারী মোড়, রাজবাড়ী মোড় ও সর্বশেষ রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পথ সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোহর আলী।
এ সময় উপস্থিত ছিলেন, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহুল আমিন মঞ্জু, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বিকাশ চন্দ্র দাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী পিএ শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হাবিবুর রহমান হাবু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান নয়ন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, জনি, শুভ, আকাশ সহ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।