সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রামঃ- পটিয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি (দিবা-রাত্রি) ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আল্লাহ মালিক ক্রিকেট একাদশ। তারা ২৭ রানে বেলখাইন ক্রিকেট একাদশকে পরাজিত করে। এ উপলক্ষে ২৫ মার্চ রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আহনাফ সাদি সৃতি সংসদের সভাপতি এস এম খোরশেদ উল্লাহ।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বেসরকারি কারাপরিদর্শক সাবেক কেন্দ্রীয় ছাএলীগ নেতা আবদুল হান্নান চৌধুরী লিটন। বক্তব্য রাখেন দৈনিক জনতা'র সাংবাদিক সেলিম চৌধুরী, দৈনিক আজাদীর সাংবাদিক শফিউল আজম, দৈনিক আলোচত বাংলাদেশ এর সাংবাদিক গোলালাম কাদের, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পটিয়া উপজেলার সভাপতি রাশেদ বিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খোকন প্রমুখ। উক্ত টুর্নামেন্ট ৩২ টি দল অংশ গ্রহণ করে। প্রধান অতিথি আবদুল হান্নান চৌধুরী লিটন বলেছেন,সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। আহনাফ সাদি সৃতি সংসদের সভাপতি ইন্জিনিয়ার এস এম মোরশেদ উল্লাহ বলেন, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেচ । পটিয়ার অঞ্চলের অভিভাবকদের বলব, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।