অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে জাহানারা প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে সালমা চৌধুরী সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ "অনুভূতির আয়না"। ২০ জন মেধাবী কবির হৃদয়ে জমানো নানান সুখ-দুঃখের অনুভূতিগুলো ফুটে উঠেছে এই কাব্যগ্রন্থে। উক্ত কাব্যগ্রন্থে দেশপ্রেম,প্রকৃতিপ্রেম, মাতৃস্নেহ,বন্ধুত্ব ও বর্তমান সমাজে ঘটে যাওয়া নানান বিষয়গুলো প্রস্ফুটিত হয়েছে। আমি আশাবাদী "অনুভূতির আয়না" কাব্যগ্রন্থের কাব্যরস আস্বাদনে কাব্যপ্রেমী পাঠক হৃদয় পরিতৃপ্ত হবে।
বইটি সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন সম্পাদকের ইমেইল ঠিকানায়।
"কপোতাক্ষ নিউজের পক্ষ থেকে মনোনীত কবিদের জন্য অঢেল শুভেচ্ছা রইল।"