বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পীচ রাইটার নজরুল কে সংবর্ধনা

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃমুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষা ট্রাস্ট বগুড়ার নির্বাহী পরিচালক পদে যোগদান করায় প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার (সচিব) নজরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়।

মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষা ট্রাস্ট বগুড়ার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষা ট্রাস্ট বগুড়ার সাধারণ সম্পাদক আবুল হাসান মো: আশরাফুদ্দৌলা, ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড, জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড, রফিকুল ইসলাম লাল।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ