রুদ্র অয়ন এর কবিতা ভালোবাসার ডাক

হৃদয়ের কাঙ্খিতে
ভাবনারও আদিতে
তোমাকে করেছি কল্পনা, 

একান্তই গোপনে
শয়নে ও স্বপনে
আঁকি প্রেমের আল্পনা। 

কল্পণারই মূলে
জানিনে আমি কি ভুলে
তোমাতেই যে মগ্ন থাকি,

এ বসন্ত ক্ষণে
আমি মন থেকে মনে
তোমাকেই ভালোবেসে ডাকি।  

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ