রুদ্র অয়ন এর কবিতা ভালোবাসার ডাক সোমবার, মার্চ ০১, ২০২১ কোন মন্তব্য নেই অন্যান্য কবিতা বিনোদন সারাদেশ সাহিত্য হৃদয়ের কাঙ্খিতেভাবনারও আদিতেতোমাকে করেছি কল্পনা, একান্তই গোপনেশয়নে ও স্বপনেআঁকি প্রেমের আল্পনা। কল্পণারই মূলেজানিনে আমি কি ভুলেতোমাতেই যে মগ্ন থাকি,এ বসন্ত ক্ষণেআমি মন থেকে মনেতোমাকেই ভালোবেসে ডাকি। সংবাদটি শেয়ার করুন Share Tweet