রাজারহাটের উমরমজিদ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

মোঃ ইয়ামিন সরকার আকাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার, রাজারহাট উপজেলার ৬ নং উমরমজিদ ইউনিয়নে জাতীয় পরিচয় স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। যাদের জন্ম  তারিখ ০১/০৩/২০০২ এর পরে, শুধু সেইসব ব্যক্তি ২০১৯ সালের হালনাগাদ ছবিসহ ভোটার তালিকায় স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।
আজ সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হবে। তৃতীয়ধাপে ৯ টি ওয়ার্ডে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে। প্রথম ধাপে ২৩/০৩/২০২১ ইং রোজ মঙ্লবার ১,২,৩ নং ওয়ার্ড, ২৪/০৩/২০২১ রোজ বুধবার ৪,৫,৬ নং ওয়ার্ড এবং ২৫/০৩/২০২১ রোজ বৃহঃবার ৭,৮,৯ ওয়াডে কার্ড বিতরণ করা হবে বলে জানান জনাব মোঃ বিপ্লব হোসেন ( টীম লিডার)। কার্ড  বিতরন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন, মোঃ আজিমউদ্দিন, শ্রী বিজয় চন্দ্র, মোঃ সোহেল রানা, মোঃ সাজ্জাদ রহমান, সমীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ