সংষ্কৃতি মানুষকে অসম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে গড়ে তুলে

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টার,পটিয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আমরা স্বাধীনতা ৫০ বছরের
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতার বীজবপন হয়েছিল ৭ই মার্চের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্য দিয়ে। তিনি বাঙালি জাতিকে উপহার দিয়েছেন একটি সার্বভৌম বাংলাদেশ। '৭ই মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য ঐতিহাসিক ভাষণ বলে আন্তজাতিক ভাবে স্বীকৃতি লাভ
করছে। জাতির জনক বঙ্গবন্ধু ছাড়া এ দেশে কোনদিন স্বাধীনতা রচিত হত না।
তরুণ প্রজন্মে'র কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে'র সঠিক ইতিহাস তুলে ধরতেহবে।তিনি বিটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে তুলনা করে বলেন,শান্তিনিকেতনের মতো একটি পরিবেশ এখানে রয়েছে। সাংস্কৃতিক আবহে প্রতিষ্ঠিত হয়েছে বিটা।' মানুষের মুক্তি, আত্মার মুক্তির জন্য সাংস্কতিকসংযোগ প্রয়োজন। সংস্কৃতি হচ্ছে একটি সেতু। আর এই সেতুবন্ধনের কাজ লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বিটা করে যাচ্ছে। বিটা ২৫ বছর ধরে
তৃণমূলের মানুষকে সাথে নিয়ে সাংষ্কৃতিক উন্নয়ন এবং বাংলার লোকজ ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় পটিয়ায় অবস্থিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস বিটার সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র তৈরি করেছে চট্টগ্রামে আঞ্চলিত গানের পুরাধা শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী
ঘোষের স্মরণে শ্যাম শেফালী মুক্ত মঞ্চ। সংষ্কৃতি উন্নয়ন কেন্দ্রে অবস্থিতবিটার থিয়েটার লাইব্রেরিটিকে সমৃদ্ধ করতে অনুদান প্রদানের আশ্বাস দেন।গতকাল ১০ মার্চ  বুধবার দুপুরে বিটার সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রে শ্যাম শেফালী মুক্তমঞ্চেরউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যেএকথা বলেন।বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলামচৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপারতারিক রহমান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ম হামিদ, ইলমার নির্বাহী প্রধানজেসমিন সুলতানা পারু, বিটার কার্যকরী পরিষদে সহ সভাপতি আবদুস সালাম আদু।বিটার কার্যকরী পরিষদের সভাপতি কমল সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানেরস্বাগত বক্তব্য রাখেন বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত। অনুষ্ঠানেছিলেন শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণবের সন্তান প্রেম সুন্দর বৈষ্ণব, শিল্পীশেফালী ঘোষের পরিবারের সদস্য পুত্রবধু দীপান্বিতা দত্ত প্রমুখ।বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এইপটিয়া সাংস্কৃতিক পরিমন্ডলে সমৃদ্ধ। এই পটিয়া জন্মগ্রহণ করেছে বীর
প্রীতিলতা, শ্যাম শেফালী। তাই পটিয়ার সাংস্কৃতিক উন্নয়ন সাধিত রাখতে আমরা বিটার সাথে থাকার প্রতিশ্র"তি রাখছি।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকউদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে বিটার সংস্কৃতি কর্মীদের পরিবেশনায়পরিবেশিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান 'স্বাধীনতার ৫০ বছর, জাতির বন্দনায়
মুজিব শতবর্ষ'। গান পরিবেশন করেন শেফালী ঘোষের নাতনি চন্দ্রিমা ভৌমিক ও শ্যাম সুন্দর বৈষ্ণবের সন্তান প্রেম সুন্দর বৈষ্ণব।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ