সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন তরুছায়া'র আহবায়ক কমিটি গঠন

আব্দুল হালিম,বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃআজ ১০ মার্চ(বুধবার) রাত ৮ঘটিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার সামাজিক সংগঠন তরুছায়া'র অস্থায়ী কার্যালয় খাজানঞ্চিগাঁও গ্রামে  সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত  এক সভায় আগামী ৩ মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সুমন মুহাম্মদ কে আহ্বায়ক ও  মোঃ আব্দুল হালিম কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তাওহিদুল ইসলাম সায়েম,রাশেদুল ইসলাম রবিন,সাকেল মিয়া,জাকির হোসেন,জাহেদ আহমদ,ইমাদ উদ্দিন,সোহাগ আহমদ আরশ ও জামাল আহমদ। 

তরুছায়া 'র ২০১৯-২০ সেশনের কমিটির  মেয়াদ শেষ হয়ে যাওয়ায়  ও দীর্ঘদিন থেকে  এই কমিটির সাংগঠনিক তৎপরতা দুর্বল হয়ে পড়ায় সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি বাতিল করা হয়।

সংগঠনের সভাপতি 'র সাংগঠনিক কার্যক্রমে নির্জীবতা এবং যোগাযোগ না করতে পারায় সংবিধান অনুযায়ী সহ-সভাপতি  সুমন আহমদ বর্তমান কমিটি বিলুপ্ত করেন।আগামী তিন মাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ করতে হবে এবং এই তিন মাস সংগঠনের যাবতীয় কার্যক্রম এই কমিটির মাধ্যমে পরিচালিত হবে বলেও সিদ্ধান্ত হয়। 

উল্লেখ্য তরুছায়া কার্যনির্বাহী পরিষদের পথচলায় দীর্ঘদিন সংগঠনকে গুরুত্বপূর্ণ সময় উপহার দেয়ার জন্য সংগঠন সদ্য-সাবেক সভাপতি তাহির আহমদ'র প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবে। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও তিনি সংগঠনের স্থায়ী পরিষদের একজন সদস্য হওয়ায় সংগঠন তাঁকে সব সময় তাঁকে যথাযথ সম্মান দান করবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ