কযরায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশের সর্ব দক্ষিনে সুন্দবনের কোল ঘেঁসা খুলনার কয়রায়  সোশ্যাল ইসলামী  এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন হয়েছে। কয়রা  সহ আশে পাশের কয়েকটি এলাকার  ব্যাংকিং সেবাতে আরো আধুনিকায়ন করার লক্ষ্যে এই ব্যংকের কার্য়ক্রম শুরু করা হয়েছে । আজ ১১ মার্চ (বৃহঃবার )  সকাল ১১ টার সময়  কয়রা সদরের সোশ্যাল ইসলামী ব্যাংকের অফিসে  আলোচনা সভার মধ্যে দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ভোধন করেন জনাব কাজী ওসমান আলী,  ব্যাংক ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এসময়  মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায়, ও আলহাজ্ব  মাওলানা নাসিরুদ্দিন এর সভাপতিত্বে  বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন   মাওলানা ওসমান গনি  আরবী প্রভাষা কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা,  ড, মিজানুর রহমান অধ্যপক আরবী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, 
পাইকগাছা শাখা ব্যাবস্থাপক জনাব আশরাফুল হক, কযরা সোশ্যাল ইসলামী ব্যাংকের ইনচার্জ,  মোহাঃ ইমরান হোসেন,  আলমগীর হোসেন,সোহাগ হোসেন, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দীন আহম্মেদ, জি,এম রিয়াছাদ আলী, শাহিদুল্ল্যাহ শাহিন, আজিজুল ইসলাম, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ