সিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লা লাকসাম সিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়। (১লা মার্চ) সোমবার বিকালে লাকসাম প্রেস ক্লাবে ।প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন সংগঠন কারাতে অ্যাসোসিয়েশনের নবগঠিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধিত করেন। সংগঠনগুলো হলো- ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন, রৌদ্রছায়া যুব সমাজ সংস্থা, উত্তরকুল কিশোরী ক্লাব, নিশ্চিন্তপুর যুবমহিলা সমিতি।
 উক্ত সংগঠনের নবনির্বাচিত সভাপতি নাজমুন নাহার নুপুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাকসাম শিল্পকলা একাডেমি ও লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম হিরা।
বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ আবদুল আজিজ। বক্তব্য রাখেন- বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) লাকসাম উপজেলা শাখার সভাপতি মোঃ নুরে আলম (মানিক), কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মোঃ কামরুল হাসান, লাকসাম অনলাইন শপ এর প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম রবিনসহ লাকসাম কারাতে অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে ২০২১-২৩ সেশনের জন্য লাকসাম সিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব এড. মোঃ রফিকুল ইসলাম হিরা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে নাজমুন নাহার নুপুরকে সভাপতি, মোঃ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে শরিফুল আলম, মোঃ খোরশেদ আলম বিপ্লব, মোঃ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ হাসান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ