দিনাজপুরের হিলিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
"করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি মেনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও নারী কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেনী পেশার নারীরা অংশগ্রহন করেন। 

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নূর-এ আলম, এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন প্রমুখ। আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তৌহিদা ইয়াসমিন উজমা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ