চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চৌগাছা থানা পুলিশ আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় ফুলসারা ইউনিয়ন কাবাডি দল বিজয়ী হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বরূপদাহ ইউনিয়ন কাবাডি দল দ্বিতীয় স্থান লাভ করেছে।
চৌগাছা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক, প্রকল্প কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল বাদল সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
