![]() |
গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার দুই বছর পূর্তী উদযাপন |
নিউজ ডেস্ক: আজ (১৯ মার্চ, রোজঃ শুক্রবার) দক্ষিণ হালিশহর, ৩৯ নং ওয়ার্ড, ইপিজেড থানার অন্তর্গত সিমেন্ট ক্রসিং এলাকাস্থ আহমদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় "গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখা" র দুই বছর পূর্তী উদযাপন উপলক্ষ্যে বা'দ মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ এবং বা'দ এশা হতে পবিত্র দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দাওয়াতে খায়র মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটি ৩৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী (মা.জি.আ)।আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সহ সম্পাদক মুহাম্মদ শাহেদ হাসান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব হাজ্বী মুহাম্মদ দুলা মিয়া,বেপজা কলেজের সম্মানিত লাইব্রেরীয়ান জনাব মুহাম্মদ নূরুল হক মুজাহেদী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ শাহজাহান (নান্টু), জনাব মুহাম্মদ বেলাল হুসাইন (রুবেল) সহ গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার সকল কর্মীবৃন্দ।মিলাদ-কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।