সেলিম চৌধুরী পটিয়াঃ-বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল, ডাক্তারগণ ও আগত কাউন্সিলরবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীদের দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শাহ আমিরুজ্জমান (রঃ) স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানানোর প্রাক্কালে সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি কন্সালটেন্ট ডাঃ রাজিবুল ইসলাম রানা, সভাপতি জনাব ফজলুল করিম,সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শওকত ওসমান,যোগাযোগ সম্পাদক সায়মন ইসলাম ও সদস্য আরিফ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভাপতি ফজলুল করিম বলেন,সত্যি এমন মহৎ ও মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করার জন্য পটিয়া পৌরসভার মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দসহ পৌরসভা কর্তৃপক্ষকে শাহ আমিরুজ্জমান (রঃ) স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মানবতার কল্যাণে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।