মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি:খুলনার কয়রায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কয়রা উপজেলা সদরে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টি স, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ফ্রাইডেস ফর ফিউচারসহ জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অংশ নিয়ে জলবায়ু কর্মীরা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এবং যুব সম্মেলনকে সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যাারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
এসময় এনামুল হোসেন এর সঞ্চালনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের খুলনা জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান বাদশাহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ছাত্র শরিফুল ইসলাম রেজা, সামাজিক সংগঠন মানবকল্যাণ ইউনিট এর সদস্য আব্দুর রব প্রমুখ।