মো. মিজানুর রহমান (মিজান), দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দশমাইল- রংপুর মহাসড়কে মোটর সাইকেল ধাক্কায় প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথেই স্কুল ছাত্র ধীমান চন্দ্র (১০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৷
জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের বড়ভিটা পাড়ায় গোপেন চন্দ্র রায়ের ছোট ছেলে ধীমান চন্দ্র (১০) গুরুতর আহত হয় ৷ এলাবাসি সুত্রে জানা যায়, ধীমান সকাল ১০ টায় তার বন্ধুদের সাথে নিজ স্কুলের পাশেই প্রাইভেট পড়তে যায় বাড়ি ফেরার পথেই তাকে মোটর সাইকেল ধাক্কা দিলে মাথার গুরুতর আহত হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায় ৷ এখন তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ থানায় কোন মামলা দায়ের করা হয় নাই ৷