দৌলতপুরে অগ্রনী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন

এম ডি আল আসিবুজ্জামান চঞ্চল //কুষ্টিয়ার দৌলতপুরের বাহিরমাদীতে অগ্রনী এজেন্ট ব্যাংক এর শুভ উদ্বোধন হয়েছে। বাহিরমাদী সহ আশে পাশের কয়েকটি এলাকার  ব্যাংকিং সেবাতে আরো আধুনিকায়ন করার লক্ষ্যে এই ব্যংকের পথচলা। আজ ০৯ মার্চ (মঙ্গলবার)  বিকাল ৩ টার সময় বাহিরমাদী সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে এই উদ্বোধনী অনুস্ঠান অনুস্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম উপ ব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান অগ্রনী ব্যাংক লিমিটেড  আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান এ জি এম অগ্রনী ব্যাংক আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া, সেলিম আহাম্মেহ অধ্যক্ষ পিপলস ডিগ্রী কলেজ মথুরাপুর,  সফিউর রহমান সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিপলস ডিগ্রী কলেজ মথুরাপুর, ইমরান হাওলাদার বি ডি ই এক্স অফিসার অগ্রনী ব্যাংক দুয়ার, আক্তারুজ্জামান বুলবুল সরকার সভাপতি বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও আরো উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দীন, গোলাম সরওয়ার, আনোয়ার আজম সরকার, নাসির উদ্দীন জুয়েল, তয়েজ উদ্দীন, আসমত আলী মাস্টার, গোলাম নবী গনি সরকার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম মালিথা, শহিদুল ইসলাম, হুমায়ন সরকার, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, হারেজ উদ্দীন, আব্দুল হালিম সহ অনেকে। 
অনুস্ঠানটিতে সভাপতিত্ব করেন সেলিম তোহা এস পি ও ব্যাবস্থাপক অগ্রনী ব্যাংক লিমিটেড মথুরাপুর শাখা। এবং অনুস্ঠানটি পরিচালনা করেন অগ্রনী দুয়ার ব্যাংকের এজেন্ট নাইচ পারভেজ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ