আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি:
খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।গত ১ মার্চ সোমবার বিকালে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড নামুইট গ্রামে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই।খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত নন্দীগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। তবেই নন্দীগ্রাম উপজেলা মাথা উঁচু করে দাঁড়াবে। তার সঙ্গে খেলাধুলার মান আরও বৃদ্ধি করতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব।