হুদা মালী, শ্যামনগর প্রতিনিধ: সাতক্ষীরা,শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে স্থিয়ীত্বশীল জীবিকা ,খাদ্য নিরাপত্তা ও জীব বৈচিত্র রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্এর আয়োজনে পাওয়ানকা ফান্ডের সহযোগিতায় ও অর্থয়নে মুন্সীগঞ্জ সামস্ এর প্রশিক্ষণ কক্ষে সামস্ এর সহ-সভাপতি রামপ্রসাদ মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের স্থায়িত্বশীল জীবিকায়ন খাদ্য নিরাপত্তা ও জীব বৈচিত্র্য রক্ষায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণে বক্তব্য রাখেন সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বারসীক এরিয়া কোডিনেটর পার্থ সারথী পাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় মাঝি প্রমূখ।