আব্দুর রাজ্জাক হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের কৃতি সন্তান দেশ বরেণ্য সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে। জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রচার সম্পাদক শিকদার শামীম আল মামুনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ.বি.খান বাবু মোঃ তজুমুদ্দিন
সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দেওয়ান আবুল বাশারসহ জেলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তা রাখেন সৈয়দ আবুল মকসুদের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক বাবুল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহীনুল হক, কার্যকরী সদস্য মোঃ সজল আলী, মোঃ মুরাদ খান, সদস্য মোঃ জহিরুল ইসলাম, জাহিদ মোল্লা প্রমুখ। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।