পুরাতন জীর্ণ
ভগ্ন কংক্রিটের নুড়িতে
থ্যাবড়ানো মুখ ঠেকিয়ে
বয়োজ্যেষ্ঠ যে কুকুর দানব টি
আর্তচিৎকার করছিল অহর্নিশ,
তার পশ্চাতে অলসতার কালো জোক
চোখের পর্দায় নিম্মাশার ,
লেজ চাপড়ানোই যার পৈতৃক প্রাপ্তি,
সে কর্কশতা আবিষ্ট করে,
চৌহদ্দির দশদিক ব্যাপি,
কি নির্দয় দিনপন্জিকা।
কালক্রমে সেই স্বকরুণ আর্তি
মহাকালের কি নিদারুণ মহৌষধ।
মুক্তার তাবিজ, মহা কাব্যের ভাষণ।