মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে। ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ফলকের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,১৪ দলীয় মুখপাত্র ও সমস্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। ফলক উন্মোচনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জন্মবার্ষিকী কেক কাটা ও তার পরিবারের শহীদদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঝালকাঠি উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশমূখে স্থানীয় সরকার বিভাগের ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ম্যুরাল কাজ সম্পন্ন হয়েছে। ফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বািহী অফিসার সাবেকুন নাহার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)