নন্দীগ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মজনুর কর্মী সভায় গনজোয়ার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: চেয়ারম্যান পদপ্রার্থী মজনুর কর্মী সভায় গনজোয়ার। আমি শোষক  নয় জনগনের সেবক হতে চাই বললেন মজনুর রহমান মজনু । ৭ ই মার্চ (রবিবার ) রাত ৮ ঘটিকায় নন্দিগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের অন্তগত শশিনগর গ্রামে কর্মীদের আয়োজিত নির্বাচনী সভায় হাজারো জনতার উপস্থিতিতে  এসব বলেন তিনি।  তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকে হামলা মামলা খেয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগের সাথে থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি।  সব সময় জনগনের সুখে দুখে পাশে থেকে সহযোগিতা করার চ্রেষ্টা করেছি। আমার উদ্দেশ্য শাষন বা   শোষন নয় আমি জনগনের সেবক হয়ে পাশে থাকতে চাই।  আলহাজ্ব ইসারত আলী ফকির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের মনিনাগ গ্রাম থেকে আবু বক্কর সিদ্দিক, ভড়তেতুঁলিয়া গ্রামের রাকিব হোসেন, মাড়িয়া গ্রামের বখতিয়ার,  স্বপন,সহ বিভিন্ন গ্রাম থেকে আসা কর্মীবৃন্দ।  মজনুর রহমান মজনু ৩ নং ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীন মন্ডলের ২ পুত্র ও নন্দিগ্রাম  উপজেলার সাবেক ছাত্রলীগ, সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা  ও বর্তমান নন্দিগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি কুমিড়া পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টাইগার ক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ