![]() |
মধুপুরে জাতীয় নারী দিবস পালিত |
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জাতীয় নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে ও সনাক,টিআইবি, সূর্যের হাসি ক্লিনিক, প্রত্যাশা, বুরো বাংলাদেশ মধুপুরের সহযোগিতায় মধুপুর উপজেলা পরিষদ হলে রুমে "করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব" এ প্রতিপাদ্যে জাতীয় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) শাহিনা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম , পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ মান্নান, , সনাক সভাপতি বজলুর রশিদ খান, এসিডিএফ মধুপুর এর সভাপতি অজয় মৃ,। এ সময় সাংবাদিক বৃন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা এবং সূর্যের হাসি ক্লিনিক, প্রত্যাশা, বুরো বাংলাদেশ এর কর্মকর্তা ও সদস্য গন উপস্হিত ছিলেন।