তানজিম, স্পোর্টস রিপোর্টারঃ শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে সেদেশে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের চুড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট শ্রীলংকা (এসএলসি) ।
১২ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে দেশ ত্যাগ করবে মুমিনুলরা। এ বিষয়টি আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) । সেটা মাথায় রেখে টেস্ট সিরিজের চুড়ান্ত সূচি প্রস্তুত করেছে এসএলসি।
সূচি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলংকায় পৌঁছে দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এপ্রিলের ১৭ ও ১৮ তারিখ ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ম্যাচের পর ২১ থেকে ২৫ এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় টেস্টে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। আর দুটোই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।