নোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি)ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের সর্বোচ্চ র্যাংক ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও) হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো. নুরুল আবছার এবং ক্যাডেট সার্জেন্ট নুসরাত জাহান। তাঁরা যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, গত রবিবার(২৮ মার্চ) কুমিল্লায় বিএনসিসির ময়নামতি রেজিমেন্টে অনুষ্টিত হয় সিইউও নির্বাচন পরীক্ষা। লিখিত পরীক্ষা, ড্রিল, কমান্ড, অস্ত্র খোলা ও লাগানো এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে সিইউও নির্বাচন করা হয় ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও)। ওইদিন বিকেলে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ জি এবং রেজিমেন্ট এডজুটেন্ট মো. গোলাম সরওয়ার সিইউও পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।