দিনাজপুরের বিরলে অটোরিক্সা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ নাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ি কলেজ চত্বর থেকে রাকিব নামে অটোরিক্সা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। রাকিব দিনাজপুর শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়- কলেজের প্রবেশ পথের মুল ফটকের কয়েক গজ দুরে রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের মাথায় মাথায় রক্তাক্ক আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় অটোরিক্সা চালক। ধারনা করা হচ্ছে ছিনতাই চক্র রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার অটো নিয়ে পালিয়েছে। 
পুলিশ জানায়- তারা ইতিমধ্যে কিছু ক্লু পেয়েছে এবং সেই ক্ল' ধরে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধী চক্রকে সনাক্ত এবং গ্রেফতার করা করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ