তানজিম, স্পোর্টস রিপোর্টারঃ দীর্ঘ দিন পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। ২ টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফর করবে তামিম-রিয়াদরা।
চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। আবার একই সময়ে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারত তাহলে বাতিল হতে পারে এশিয়া কাপ। যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, তবে এশিয়া কাপের পরপরই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, "এফটিপিতে এশিয়া কাপের জন্য জায়গা রাখা আছে। তার পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। এখন পর্যন্ত এভাবেই আছে। এফটিপি মেনেই অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে।"
বর্তমানে ৩ টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফর শেষ করে সপ্তাহখানের বিরতি দিয়ে ২ ম্যাচের টেষ্ট সিরিজ খেলতে শ্রীলংকায় যাবে মুমিনুলরা।