মোঃ সজিব হোসেন, মোহাম্মদপুর (ঝিকরগাছা): যশোর ছুটিপুর সড়কের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে; ইতোমধ্যে সড়কের দুই-তৃতীয়াংশ কাজ শেষের পথে। দীর্ঘদিন যাবত এই সড়কের কাজ চলমান ছিল, যা এখন বাস্তবায়নের মুখে। যদিও নানা অভিযোগ আক্ষেপ রয়েছে জনসাধারণের।
চলমান কাজের একটা অংশ মোহাম্মদপুর মোড়। এই মোহাম্মদপুর মোড়ে যানবহনের মাত্রাতিরিক্ত চাপ থাকা সত্বেও সেখানে কোন কংক্রিটের ঢালাই দেওয়া হয়নি, যেখানে অন্যান্য মোড় কিংবা বাজারে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। এই নিয়ে জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিদ্যমান। এছাড়া যেটুকু রাস্তার কাজ এখনও বাকি আছে সেখানকার সড়কের যাতায়াতকারি জনগন ও দোকানের লোকজন রাস্তায় মাত্রাতিরিক্ত ধুলাবালির কারণে অতিষ্ঠ। তারপরও কন্টাকটার কিংবা উর্ধতন কর্মকর্তাদের বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখা যায়নি।
এছাড়া রাস্তা প্রসস্থ হলেও যানযটের ভোগান্তি রয়েই গেছে। এর অন্যতম কারণ ইজিবাইক, ভ্যান ছাড়াও নানা যানবহন দীর্ঘ সময় পর্যন্ত রাস্তায় অবস্থান করতে দেখা যায়। যার ফলে যেমন সৃষ্টি হচ্ছে যানযাট, তেমনি ঝুঁকি থাকছে দূর্ঘটনা ঘটার। রাস্তায় অসংখ্য সংযোগ সড়ক থাকলেও কোন ব্রেকার বা সাইন বোর্ড এখনও পর্যন্ত দেখা যায়নি। কাজ শেষ হওয়ার আগেই হয়তো এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনগন আশা করে।
ইতোমধ্যেই নতুন সড়কের সুফলতা ভোগ করতে শুরু করেছেন জনগন। তাই স্থানীয় এবং এই সড়কে যাতায়াতাকারী জনগন আশা করতেই পারে খুব দ্রুতই তাদের ভোগান্তির অবসান ঘটতে চলেছে।
