হাজরানীয়া বাজার যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাটের কালীগঞ্জের হাজরানীয়া বাজার যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল ১৯ ও ২০ তারিখে হাজরানীয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 ১৯ ও ২০ তারিখ রোজ শুক্র ও শনিবার হাজরানীয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

১ম দিবস ১৯ মার্চ ২০২১, রোজ শুক্রবার
হযরত মাওলানা রুহুল আমিন হামিদী, কুড়িগ্রাম, হযরত মাওলানা হাসান আলী আনছারী,লালমনিরহাট,হযরত মাওলানা মন্জুরুল হক মন্জু, মদাতী। 

২য় দিবস ২০ মার্চ ২০২১ রোজ শনিবার
হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী, যশোর, হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, হাতীবান্ধা,হযরত মাওলানা তাওহিদুল ইসলাম, মদাতী।

 উক্ত ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে থাকছেন,   প্রধান অতিথি: আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি, মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আমন্ত্রিত অতিথি: জনাব মাহবুবুজ্জামান আহমেদ, সফল উপজেলা চেয়ারম্যান,  কালীগঞ্জ,  লালমনিরহাট ।

বিশেষ অতিথি: জনাব মোঃ আলহাজ্ব আব্দুল কাদের, চেয়ারম্যান ২নং মদাতী ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ। 
সভাপতিত্ব করবেন: আব্দুল মজিদ, মদাতী।
(বি:দ্র: মহিলাদের জন্য বড় পর্দায় তাফসির দেখা ও শুনার সু-ব্যবস্থা থাকবে।
 আরজগুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি
হাজরানীয়া বাজার যুব সমাজ, হাজরানীয়া বাজার, কালীগঞ্জ,  লালমনিরহাট ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ