হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা,শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ছোট কুপট গ্রামের আতিয়ারের ছেলে আব্দুল কালাম ১৬ মার্চ মঙ্গলবার আনুমানিক বেলা ৩টার সময় সুন্দরবনের কাছিকাটা নদীতে উত্তর নামক একটি খালে গোলপাতা কাটতে গিয়ে বাঘের কবলে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দল বেঁধে গোলপাতা কাটতে গিয়েছিলেন জঙ্গলে, আর ফেরা হল না। সুন্দরববনে ফের ১১ বছর পর আবারো বাঘের হামলায় প্রাণ হারালেন। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা।
স্থানীয়রা জানান, কালামসহ কয়েকজন বাওয়ালী বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পারমিট নিয়ে কয়েকদিন আগে গোলপাতা আহরোণ জন্য বনে যান। মঙ্গলবার বিকেলে পায়রাটুনি খালে গোলপাতা কাটার সময় তাকে বাঘে আক্রমণ করে নিয়ে যায়। পরে অন্য বাওয়ালীরা দলবদ্ধ হয়ে বাঘের কাছ থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসছে।বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বনকর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসছে।