যুব খান ফাউন্ডেশনের উদ্যোগে ভাসমান ভিক্ষুকদের মাঝে শাড়ী বিতরণ

ডা.এম.এ.মান্নান
টাংগাইল জেলা প্রতিনিধি:বাংলাদেশের অন্যতম  সামাজিক সংগঠন "যুব খান ফাউন্ডেশন(জেকেএফ) এর উদ্যোগে  ভাসমান কিছু ভিক্ষুক কে শাড়ী, কুরআন ও লুঙ্গি দেওয়া হয়েছে। 

"জেকেএফ সুবিধাবঞ্চিত বন্ধু"  প্রজেক্ট এর  আওতায় "যুব খান ফাউন্ডেশন" এর অর্থায়নে বৃহস্পতিবার ১১ মার্চ  সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে এ  সকল কাপড়,কুরআন বিতরণ করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন"যুব খান ফাউন্ডেশন"এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান, উপদেষ্টা হাফেজ মোঃ জিয়াউর রহমান খান, বিশিষ্ট সংবাদকর্মী, গরীবের বন্ধু সংগঠনের সভাপতি এম এ মনসুর আলী, "যুব খান ফাউন্ডেশন"  এর অন্যতম সদস্য মোঃ ফাইজুল খান শ্রাবণ প্রমূখ।

শাড়ী বিতরন কালে ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রাইসুল ইসমাইল খান বলেন "জেকেএফ সুবিধাবঞ্চিত বন্ধু"  প্রজেক্ট সামনে আরো সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ