মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃরহমান এর ৬৮ তম জন্মদিন পালন

মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের  ৬৮ তম জন্মদিন পালিত হয়েছে (২৩ 'শে মার্চ) মঙ্গলবার সন্ধ্যায়। মোংলা পোর্ট পৌরসভার মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের  অনুষ্ঠানিকতা শুরু হয়।   

এ সময় কেককাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন   মোংলা পৌরসভার  কাউন্সিলর  জি,এম আলামিন, মোঃ বাহদুর মিয়া, মোঃ নাসির, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মজনু গাজী, সংরক্ষিত মহিলা কাউন্সিল জাহানারা হোসেন (চানু), মিসেস শিউলি আকন,জহুরা বেগম,পৌর কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন বাহাদুর মিয়া,মহসিন হোসেন,রিপন,শামীম,আরিফ,মাজেদুল ইসলাম,অনুপম,এরশাদ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ। এর আগে পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং পৌর সভার কর্মকর্তা বৃন্দ শেখ আঃ রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান।

কেক কাটা অনুষ্ঠান শেষে  সংক্ষিপ্ত বক্তৃতায় শেখ আঃ রহমান বলেন, আমি আপনাদের তথা কর্মকর্তা কর্মচারি দের বটবৃক্ষের মত সর্বদা পাশে আছি । আমি সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছি। আমি আধুনিক মোংলা পোর্ট  হিসেবে গড়ে তুলতে মহা পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, শুধু  জন্মদিন না সব সময় সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে আপনাদের ভূমিকা থাকবে হাস্যউজ্জল এই কামনা করি।

 মেয়র শেখ আঃ রহমান উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে আরো  বলেন, আমার জীবনে এই ভাবে ঘটা করে কখনো জন্মদিন পালিত হয় নাই, সুতারাং আপনারা আজ যে আয়োজন করেছেন সত্যি আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন আপনাদের তথা পৌর বাসীর সেবা করে যেতে পারি।অনুষ্ঠান শেষে মেয়র শেখ আঃরহমান সহ সকলের সুস্হতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ