ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ : ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের আয়োজনে যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ আরো অনেকে। উল্লেখ্য আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের অংশ হিসেবে ৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ