নওগাঁর হাট বাজারে দেখা মিলছে রসালো ফল তরমুজ'র

নওগাঁর হাট বাজারে দেখা মিলছে রসালো ফল তরমুজ'র
মোঃ ফিরোজ হোসাইন রাজশাহী ব্যুরো: নওগাঁর বিভিন্ন হাট বাজারে দেখা মিলেছে মৌসুমি ফল তরমুজ৷ চৈত্রের তাবদাহে তৃপ্তি এনে দেয় এক ফেলি রসালো ফল তরমুজ। ফলটির চাহিদাও থাকে ব্যাপক। ফলে গ্রীষ্মের ফল হিসেবেও সুপরিচিত তরমুজ। তবে নওগাঁর আত্রাই বিভিন্ন হাট  বাজারে বসন্তেই  দেখা মিলছে এই ফলটির।কিন্তু এখনও হালকা শীতের আমেজ আর আমদানি কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে ৷  
বিক্রেতা বলেন, 'অন্য বছরগুলোর চেয়ে একটু তাড়াতাড়িতে বাজারে এসেছে ফলটি৷ 
ব্যবসায়ীরা জানান,লাভোবান হতে ব্যবসায়ীরা মৌসুম জুড়ে তরমুজ ব্যবসায় ঝুঁকছেন। তবে আবারও দেশে করোনা বাড়তে থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়তে পারেন বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ