লালমনিরহাটে সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

মাস্ক পরিয়ে দেওয়ার দৃশ্য 
 রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ আজ(১২ এপ্রিল ) সোমবার লালমনিরহাটে সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। বতর্মান সারাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে।  করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থবিধি মানার কোন বিকল্প নেই। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে  লালমনিরহাটের মুক্ত মঞ্চ এর আশেপাশে সহ রেলওয়ে ষ্টেশন ও বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক লিফলেট ও ফ্রি মাক্স  বিতরণ করে এই সংগঠনটি ।

এ সময় সেবক বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন এর লালমনিরহাট শাখার উপদেষ্টাঃরবিউল ইসলাম এবং সদস্যদের মধ্যে মিনহাজুল ইসলাম (বাপ্পি),  সুপর্ণা আক্তার,সোহেল রানা,মাহাদী হাসান,সাগর খন্দকার, রিফাত সরকার, মোহনা ইয়াসমিন,তামান্না শেখ ও অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ